শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

এ্যানি আক্তার হত্যা মামলার প্রধান আসামী ইমরান আহমেদ গ্রেফতার

দৈনিক দ্বীনের আলোঃ
৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ | 228
এ্যানি আক্তার হত্যা মামলার প্রধান আসামী ইমরান আহমেদ গ্রেফতার
৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ | 228

 

বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ

গত ০১ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. তারিখ বানিয়াচং থানায় ভিকটিম এ্যনি আক্তার (১৫ মাস), পিতা- ইমরান আহমদ, সাং- নয়াখেল (লালাখাল), থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, স্থায়ী ঠিকানা- সাং-পূর্ব গর্দ্দনা, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট বর্তমান সাং-পরগনা (জনৈক মুজিব মিয়ার বিল্ডিং), থানা-শাহপরান, জেলা-সিলেট হত্যা সংক্রান্ত একটি হত্যা মামলা রুজু হয়।

উক্ত হত্যা মামলার সংবাদ প্রাপ্তির পর অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম- সেবা মহোদয়ের নির্দেশে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এর তত্ত্বাবধানে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে মাঠে নামে বানিয়াচং থানা পুলিশ।

এরই সূত্র ধরে বানিয়াচং থানা পুলিশ মামলা রুজু হওয়ার তিনদিন পর মামলার প্রধান আসামি ১। ইমরান আহমদ (৩০), পিতা-মুহাম্মদ আলী, মাতা-মোছাঃ হাফসা বেগম, সাং- নয়াখেল (লালাখাল), উভয়থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট-কে দোয়ারাবাজার থানাধীন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার অন্তর্গত প্রতাপপুর দোহালিয়া বাজার হইতে উক্ত মামলার প্রধান আসামী ইমরান আহমদ (৩০) কে গ্রেফতার করে।

গত ৩০/০১/২০২৪খ্রি. তারিখ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ০৬ নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত কাগাপাশা সাকিনস্থ বানিয়াচং টু নবীগঞ্জ যাবার আঞ্চলিক পাকা রাস্তার বড়ভাঙ্গা নামক ব্রীজের (দক্ষিণ পাশে) নিচে শুটকী নদীর (শাখায়) পানিতে একটি অজ্ঞাতনামা শিশুর লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পাদন করে। পরে সামাজিক মাধ্যমে ভিকটিমের আত্নীয়স্বজন জানতে পারে এবং পরে তারা ভিকটিমের পরিচয় নিশ্চিত করে এবং গত ০১ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. তারিখ বানিয়াচং থানায় ভিকটিম এ্যনি আক্তার (১৫ মাস), পিতা- ইমরান আহমদ, সাং- নয়াখেল (লালাখাল), থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, স্থায়ী ঠিকানা- সাং-পূর্ব গর্দ্দনা, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট বর্তমান সাং-পরগনা (জনৈক মুজিব মিয়ার বিল্ডিং), থানা-শাহপরান, জেলা-সিলেট হত্যা সংক্রান্ত একটি হত্যা মামলা রুজু করে।

error: Content is protected !!