শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

ভালোবাসায় সিক্ত হোক তোমার অনুভূতির দেশ :কুমারখালীর সন্তান ইনসান

দৈনিক দ্বীনের আলোঃ
৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ | 62
ভালোবাসায় সিক্ত হোক তোমার অনুভূতির দেশ :কুমারখালীর সন্তান ইনসান
৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ | 62

 

শেখ নাসির, কুষ্টিয়া প্রতিনিধি:

অনুভূতি গুলো ফিরিয়ে নেওয়া সম্ভব না,তবুও ফিরিয়ে নেওয়ার যে বাহানা ঢুকিয়ে দিয়েছো,সব কিছুর জন্য কিন্তু মাশুল দেওয়া শেষ, ২০২৪ সালের নতুন ভালোবাসায় সিক্ত হোক তোমার অনুভূতির দেশ। মনে রেখো, অনুভূতির পাগলামি তারায় করে যাদের তুমি করেছো নিঃশেষ। আমি ছিলাম, আছি থাকবো, তবে ভেবো না তোমার পথে আমার আনাগোনা এখানেই শেষ। জানি, ভাবনাগুলো থাকবে না চিরদিন সাথে,তবে মনে রেখো, একাকিত্বের আলো তোমায় তিলে তিলে করবে শেষ।আষাঢ়ের পানি পেয়ে ভেবো না, পুকুর তোমার হয়েছে ভারী বেশ।রৌদ্রের তাপে পানির পিপাশা না মিটিলে স্মরন কইরো আমারে,আমি কুর্নিশ করিয়া ডেকো বলবো তোমায়,আমিই ছিলাম তোমার সম্বল হিসেবে শেষ।দেখা করিয়ো,হেমন্তের ধানের গন্ধ নিয়ে,দুজনে উৎসবে মাতিব প্রানের স্পন্দন দিয়ে,খেলার ছলে বলে উঠবো, মন কি ভরেনি তোমার?!হয়েছে কি তোমার অনুভূতির শেষ?! আবার আসিব ফিরে শীতের শেষে, তুমি করেছো জরাজীর্ণ কুয়াশা দিয়ে,ভেবো না দেখতে পাইনি তোমায়, পুষ্পের বাহারে।কিচ্ছু চাইনি আমি বলেছি কতবার তোমারে!? ফাসিতে ঝুলিয়ে দিলে আমার অনুভূতিরে? মত্তো হাসির আড়ালে রেখে কেন গেলে আমারে? আমি তো হয়েছিলাম বাধনহারা, এভাবে কি কেউ কাউকে করে রাজত্ব হারা?

প্রশ্ন রেখে গেলাম, তোমার অনুভূতি হোক দাইছাড়া।

বসন্তের কোকিল ডাকিলেও হয়োনা মিওমান,
রেখে দিও আমারে ফেলিওনা জয়গান।
অনুপ্রেরণার মর্মবানী হয়তো আমার মধ্যে নেই,
তবুও গেয়ে যাবো গান,পেছনে ফিরে যে তাকাতে নেই।

আবার যদি দেখা হয় কোনো এক অনুভূতির দিনে,
আমারে রেখে দিও সেদিন অনুভূতির অন্তরালে,
জানি আজকে আমার মাশুল দেওয়া শেষ।
অভিমান নেই,অভিযোগ নেই, হিংসা নেই,
সবকিছুই হয়েছে নিঃশেষ।
সত্যি বলছি আজকে আমার মাশুল দেওয়া শেষ।

ইতি
গদ্যের মধ্যে পদ্য খোজা অহেতুক পথচারী।

লেখক – রাজিবুর রহমান আল ইনসান
সাইকোলজি, বশেমুরবিপ্রবি- গোপালগঞ্জ। ❤️

error: Content is protected !!