শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

নরসিংদী মনোহরদী উপজেলাতে দুই দিনব্যাপী পাট উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

দৈনিক দ্বীনের আলোঃ
১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ | 39
নরসিংদী মনোহরদী উপজেলাতে দুই দিনব্যাপী পাট উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ | 39

 

মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি

নরসিংদী জেলায় মনোহরদী উপজেলাতে সোনালী আঁশের সোনার দেশ”পরিবেশ বান্ধব বাংলাদেশ”পাট শিল্পের অবদান”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী মনোহরদী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী পাট উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ও সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব হাছিবা খান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নরসিংদী জেলার পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকীর সঞ্চালনায় পাট উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের মাঝে পাট চাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে,প্রশিক্ষণের গুরুত্ব,পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভবনা নিয়ে বক্তব্য রাখেন,এএসএম কামরুজ্জামান,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পাট গবেষণা উপ কেন্দ্র,তারাব নারায়ানগঞ্জ,নাসরীন সুলতানা,বীজ প্রত্যায়ন কর্মকর্তা,জেলা বীজ প্রত্যায়ন অফিস নরসিংদী ও মনোহরদী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র ভৌমিক প্রমূখ।এসময় বক্তারা বলেন,সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।সে জন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়াও পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।১ম দিন উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ,জাগ ও আঁশ ছড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

error: Content is protected !!