বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

কেউ যদি ভূমিহীন-গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে

দৈনিক দ্বীনের আলোঃ
১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৬ পূর্বাহ্ণ | 43
কেউ যদি ভূমিহীন-গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে
১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৬ পূর্বাহ্ণ | 43

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যেসব প্রকল্প অর্থবহ হয়, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।
স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে। সংসদ প্রাকটিস ভালো করে জানতে হবে।
এসময় স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কেউ যদি ভূমিহীন-গৃহহীন থাকেন, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

error: Content is protected !!