বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

তিন দিন বৃষ্টির সম্ভাবনা

দৈনিক দ্বীনের আলোঃ
৩১ জানুয়ারি, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ | 86
তিন দিন বৃষ্টির সম্ভাবনা
৩১ জানুয়ারি, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ | 86

মৌসুমি লঘুচাপের প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। এদিন ভোর ৪টা থেকেই খুলনায় বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা পর্যন্ত খুলনায় ১৯ মি.মি বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। এ বৃষ্টি শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
এ সময়ে আকাশ মেঘলা থাকার সম্ভাবনার কারণে সূর্যের দেখাও কম মিলতে পারে। শীতের মধ্যে মাঝারি আকৃতির বৃষ্টি অনেকটাই শ্রাবণের বর্ষণমুখর দিনের রূপ ধারণ করেছে খুলনায়। টানা মাঝারি বৃষ্টি, সঙ্গে রয়েছে বাতাস।
বৃষ্টি আর হিমেল বাতাসে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ‘মেঘের ঘনঘটার কারণে খুলনায় তাপমাত্রা বেড়েছে। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা হলো ১৮ ডিগ্রি সেলসিয়াস। এ বৃষ্টি তিন দিন পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ বেশির ভাগ সময় মেঘলা থাকতে পারে। তাই সূর্যের দেখা কম মিলতে পারে। খুলনায় বুধবার ভোর ৪টা থেকে বৃষ্টি শুরু হয়।

error: Content is protected !!