শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর প্রতিনিধিঃ

পীরগাছায় আলু চাষির হাসি

মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর প্রতিনিধিঃ
২৯ জানুয়ারি, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ | 98
পীরগাছায় আলু চাষির হাসি
২৯ জানুয়ারি, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ | 98

রংপুরের পীরগাছায় প্রায় দশ হাজার আশি হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে বলে জানা গেছে।
তথ্য সুত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার সকল ইউনিয়ন কম-বেশি আলুর চাষ করা হয়। আলু চাষিরা বলেন, এ বছরে আলুর চাষ ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা, উপ- সহকারী কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বীজলাগানো, সার প্রয়োগ, কীটনাশক ঔষধ স্প্রে ও ব্যবহার পদ্ধতিতে সকল প্রকারের যুগোপযোগী তথ্য অনুসরণ করে আলুর চাষ পদ্ধতিতে সবধরনের বালাই নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে ও আবহাওয়ার প্রতিকূলতার কারণেও আলু গাছের ডাল পালা ভালো আছে বলে আলু চাষিরা জানিয়েছেন। আলুর লেটব্লাইট ও অন্যান্য ছত্রাক সংক্রমণের হাত থেকে আলু গাছের পাতা ঠিক আছে বলে জানান।
মাঠে পর্যায়ে উহ- সহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত আলু চাষিদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ দিচ্ছেন বলেও জানান। অনেক আলু চাষি আগাম আলু লাগানোর কারণে ৭০ দিনের আলু তুলে বিক্রি করতে দেখা গেছে।
এমতাবস্থায় আলুর বাজার বেশি হওয়ায় অনেক আলু চাষি তাদের মাঠ থেকে আলু বিক্রি
করে কম সময় বেশি মুনাফা পাচ্ছেন তাই আলু চাষিদের মুখে হাসি।
অনেক আলু চাষিদের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন আলু চাষিরা। আগামী বছর আলুর চাষ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা বৃন্দ।

error: Content is protected !!