মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

দৈনিক দ্বীনের আলোঃ নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ | 99
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ | 99

চট্টগ্রামের সাতকানিয়ার বিস্তৃর্ণ মাঠ জুড়ে চলতি মৌসুমে সরিষা চাষ করছেন কৃষকেরা। চারদিকে হলুদের সমারোহ! মাঠের দিকে তাকাতেই যেন চক্ষু জুড়িয়ে যায়। যেন সারামাঠে কাচাঁ সোনা ছড়ানো।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছরে উপজেলায় ১৭ ইউনিয়নে মোট ২শ’ ৫৯ হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে। গত বছর এ উপজেলাতে ১২৮ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। গতবার আবহাওয়া অনুকূলে থাকার ফলে ফলন ভালো ও অধিক লাভবান হওয়ায় এ বছর দিগুণ বেশি জমিতে সরিষা চাষ করেছেন চাষীরা।

এলাকার কৃষকেরা জানান, গত বছরে সরিষার চাষ করে ভালো মূল্য পাওয়া গেছে। যার জন্য চলতি বছরেও সরিষার চাষে ঝুঁকেছেন তারা। এ বছরেও ভালো দাম পাওয়ার ব্যাপারে আশাবাদী চাষীরা।

এ বিষয়ে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শম্ভু নাথ দে জানান, শীতকালীন ফসল হবার ফলে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারনে সরিষার আপাততঃ কোন রোগ বালাই নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক ব্যবহার করা হচ্ছে।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা তেল উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষে সরিষা উৎপাদনে বিপ্লব ঘটানোর লক্ষে কাজ করছি।

অনুকূল আবহাওয়া থাকলে চলতি বছরে প্রতি হেক্টর জমিতে ৬০ মন সরিষা উৎপাদন হতে পারে বলে জানান কৃষি সম্প্রসারণ অফিসে দায়িত্বরত কর্মকর্তারা। সব মিলিয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন এলাকার সরিষা চাষীরা।

error: Content is protected !!