বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

কলকাতা থেকে মনোয়ার ইমাম

কলকাতার ফুলবানে কচি কাঁচাদের বসে আঁকা প্রতিযোগিতার উদ্বোধন

দৈনিক দ্বীনের আলোঃ কলকাতা থেকে মনোয়ার ইমাম
২৯ জানুয়ারি, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ণ | 57
কলকাতার ফুলবানে কচি কাঁচাদের বসে আঁকা প্রতিযোগিতার উদ্বোধন
২৯ জানুয়ারি, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ণ | 57

উত্তর কলকাতার মানিকতলা বিধান সভা কেন্দ্রে র ফুলবান এলাকায় কচি কাঁচাদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা র শুভ উদ্বোধন করেন সাবেক এম পি এবং তৃনমূল দলের মুখপাত্র শ্রী কুনাল ঘোষ। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা কেন্দ্রের এম পি এবং লোকসভা র সদস্য ও তৃনমূল দলের কেন্দ্রীয় নেতা সুদীপ ব্যানার্জী এম পি ও পশ্চিম বাংলা র জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া পান্ডে সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে বিভিন্ন ইস্কুলে পড়ুয়া এবং পথশিশু এবং বালক ও বালিকা ভাগ নেয়। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক বালক ও বালিকা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে পথশিশুদের দল। সকলেই তাদের বুদ্ধিদীপ্ত ও প্রতিভা তুলে ধরেন। এই অনুষ্ঠানে ভাগ নেওয়া বালক বালিকাদের মধ্যে সেরার সেরাদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে বহু প্রতিভাবান বালক ও বালিকা কে বেছে নেওয়া হয়।

error: Content is protected !!