শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

দৈনিক দ্বীনের আলোঃ
২৮ জানুয়ারি, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ | 44
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
২৮ জানুয়ারি, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ | 44

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। রোববার (২৮ জানুয়ারি) খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সারা দেশে ধান, চাল, আটা ও ময়দার বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারির ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান রয়েছে।
এ পরস্থিতিতে চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্বান্ত বহাল থাকবে বলেও জানিয়েছে খাদ্য অধিদপ্তর।