মাতাল হাওয়া’য় শাবনূরের থাকা নিয়ে সংশয়
ঢাকার চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের ক্যারিয়ার তিন দশকের বেশি সময়ের। তবে দীর্ঘ একটা সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি পর্দায় ফেরার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা। দেশে ফেরার আগে তিনি যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা আরাফাত হোসেনের ‘রঙ্গনা’ নামের একটি চলচ্চিত্রে। এই ছবির মাধ্যমে বিরতি পেরিয়ে নতুনভাবে তার পর্দায় প্রত্যাবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ছবিটির একটি পোস্টার প্রকাশ্যে এলে এটা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচিত হতে হয় শাবনূরকে। ‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে উল্লেখ করে তিনি বলেন, যে পোস্টার প্রকাশিত হয়েছে তাতো একটি ডামি মাত্র। ছবিটির কাজ আগে শুরু করি, নতুন পোস্টার আসুক আর সবশেষে ছবিটি মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এই ছবির গল্প পছন্দ করেছেন।
শাবনূর আরও বলেন, আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন, তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে ছবিটি দিয়ে আমার পর্দায় ফেরার কথা, সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি ছবিই তিনি উপহার দেবেন – এটা আমার বিশ্বাস।
সম্প্রতি মাহফুজ আহমেদের বিপরীতে চয়নিকা চৌধুরীর নির্মাণে একটি ছবির মাধ্যমে শাবনূরের পর্দায় ফেরার গুঞ্জন উঠলেও সেটি আসলে ধোপে টেকেনি। কারণ, এটা নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য মিলছে না। শাবনূরও জানালেন, ‘মাতাল হাওয়া’ ছবিটির কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। তিনি বলেন, এই ছবির বিষয়ে এখনও বিস্তারিত আলাপ বাকি রয়ে গেছে। প্রস্তাব পেয়েছি মাত্র। আগে গল্প ও চিত্রনাট্য দেখি, তারপর ব্যাটে – বলে মিললে তবেই এই ছবিতে অভিনয় করবো।
শেষ খবরে জানা গেছে, ‘রঙ্গনা’ ছবিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শীঘ্রি ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রিক গল্পে ছবিটি নির্মাণ হবে বলে জানানো হয়েছে। সম্ভবত আগামী মাসেই ছবিটির নির্মাণ কাজ শুরু হচ্ছে বলে আভাস পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
সর্বশেষ
- চট্রগ্রামের নগরী আকবর শাহ্ হোটেল রয়েল টাইম আবাসিকে দিনে দুপুরে চলছে মাদক জুয়া সহ দেহ ব্যবসা
- তানোর সাংবাদিক ক্লাবের ০২ বছরের কমিটি ঘোষনা’ সভাপতি পারভেজ, সম্পাদক এম রায়হান আলী
- তানোর সাংবাদিক ক্লাবের ০২ বছরের কমিটি ঘোষনা’ সভাপতি পারভেজ, সম্পাদক এম রায়হান আলী
- মহিমাগঞ্জ হরিসভা নাট মন্দির পরিদর্শন করেন,সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা গোলাম রহমান
- শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন “জনতার সময়”পত্রিকার প্রকাশক ও সম্পাদক
- মির্জাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি’র সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বাধিক পঠিত
- নতুন বছরে আসছে ভিন্ন ধরনের প্রেমের গল্প আন্ত:নগর
- তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
- নিয়তির নিমজ্জিত বিধাতার বিধান
- আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
- 💕💕মাতা-পিতার মৃত্যুর পর সন্তানের করণীয়❤❤
- জয়পুরহাটে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পণ্যের মূল নির্ধারণ