বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দৈনিক দ্বীনের আলোঃ খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ জানুয়ারি, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ | 53
খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
২৮ জানুয়ারি, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ | 53

খাগড়াছড়িতে বালুবাহী ট্রাক্টর- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী নাম একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারী) দুপুরের দিকে জেলা সদরের হাসপাতাল সড়কের টিঅ্যান্ডটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়। চট্টগ্রামে নেয়ার পথে বিকেলের দিকে মানিকছড়িতে তার মৃত্যু হয়।

নিহত নুরুল কাদের চৌধুরী, চৌধুরী বোডিং এর মালিক দোস্ত মোহাম্মদ চৌধুরীর নাতি ও খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আফতাব চৌধুরীর ভাতিজা। তিনি খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) তানভীর হাসান জানান, বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরীর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। ট্রাক্টর জব্দ করা হয়েছে।

error: Content is protected !!