শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
২৮ জানুয়ারি, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ | 23
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা
২৮ জানুয়ারি, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ | 23

অদ্য ইং ২৮/০১/২০২৪ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত “মাসিক কল্যাণ সভা” ও মাসিক অপরাধ সভায়” সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান,পিপিএম মহোদয়। জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ সদস্যদের ভালো-মন্দ বিষয় গুলো মনোযোগ সহকারে শোনেন এবং অতি শ্রীঘ্রই সব বিষয়ের সমাধান সহ উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন ।

এ সময় কনস্টেবল ২২৭/ জনাব মোঃ আতাউর রহমান বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর জনিত ( পিআরএল) ছুটিতে গমন করলে পুলিশ সুপার মহোদয় তাঁকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বিদায় সংবর্ধনা জানান ।

পুলিশ সুপার মহোদয় ডিসেম্বর/২০২৩ খ্রী: মাসে অভিন্ন মানদন্ডের আলোকে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন। জেলার শ্রেষ্ঠ থানা হিসাবে নির্বাচিত হয় শিবগঞ্জ থানা,শ্রেষ্ঠ এসআই (নি:) মোঃ সাইফুল ইসলাম, শিবগঞ্জ থানা, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ এসআই (নি:) মোঃ এসলাম আলী,শিবগঞ্জ থানা, শ্রেষ্ঠ এএসআই (নি:) মোঃ জাকারিয়া হোসেন,সদর মডেল থানা, শ্রেষ্ঠ সার্জেন্ট অভিজিৎ দত্ত এবং বিশেষ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কং১৫১/ মোঃ মেহেদী হাসান, রিজার্ভ অফিস,নারী কং ২২৫/ বিথী রানী মন্ডল, অপরাধ শাখা,গণ কে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন । এছাড়া পুলিশ সুপার মহোদয় মাননীয় আইজিপি কর্তৃক প্রদত্ত উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি অর্থ পুরস্কার জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ (ডিবি) এর পক্ষে এসআই (নি:) মোঃ মাহাফুজুর রহমান এর নিকট প্রদান করেন ।

পরিশেষে পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সহ সার্বিক বিষয়ে জেলা পুলিশের সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে তিনি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি, তদন্তাধীন মুলতবি মামলা সহ অন্যান্য বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় জনাব মোঃ আবুল কালাম সাহিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!