বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময় 

দৈনিক দ্বীনের আলোঃএ কে এম, বাদরুল আলম-  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ | 32
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে এসপির মতবিনিময় 
১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ | 32

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সংবাদকর্মী ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদেয়া পুলিশ সুপার রেজাউল করিম। বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সংবাদকর্মীরা জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন মতামত তুলে ধরেন।

এসময় পুলিশ সুপার রেজাউল করিম বলেন, সংবাদকর্মীদের নিজেদের পেশাগত দ্বায়িত্ব পালনে যে কোন ঘটনায় তথ্য দ্রুততম সময়ে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। সেই সাথে জেলায় পুলিশের কাজের গতিশীলতা ও জবাবদিহিতা থাকবে বলেও জানান।

 

মতবিনিময় সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সভাপতি শহিদুল হুদা অলক, স্থানীয় পত্রিকা গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, চাঁপাই দর্পন পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ কে এম বাদরুল আলম, সাধারণ সম্পাদক এসএম রুবেলসহ অনান্যরা।