শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

৪ নং সদ্যপুস্করিনী ইউনিয়ন পালিচড়া বালুয়া পাড়া পরিকল্পিত ভাবে মারামারির ঘটনা ঘটে

দৈনিক দ্বীনের আলোঃ
২৮ জানুয়ারি, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ | 32
৪ নং সদ্যপুস্করিনী ইউনিয়ন পালিচড়া বালুয়া পাড়া পরিকল্পিত ভাবে মারামারির ঘটনা ঘটে
২৮ জানুয়ারি, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ | 32

 

মোঃ জাহিদ ইসলাম জিহাদ
রংপুর প্রতিনিধি

পূর্বের  জের কে কেন্দ্র করে গতকাল  সন্ধ্যা ৭ টায় বাদীপক্ষের উপর  হামলা করে বসে। আহত হয়েছেন ৮ জন ৪ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনা স্থলে গিয়ে যানা যায় যে, আসামি পক্ষ
তোজ্জামল(৫৫), পিতা, মৃত্যু: আতাব উদ্দিন
আরিফুল(২৫) পিতা, মোজাম্মেল (৫৫)
,শাকিল(২২),পিতা, আগবার(৪৫)
আগবার(৪৫), পিতা,মৃত্যু: আতাব উদ্দিন
হাশেম(৩০), পিতা, মৃত্যু : মোফাজ্জাল।
আখিরুল(১৮), পিতা,মোজাম্মেল (৫৫)
তাসমিনা(২২)পিতা,তোজ্জামল(৫৫),
আইরিন(২৫)পিতা, আগবার(৪৫)
মুন্নি(২২), স্বামী, হাশেম(৩০)
নুরবানু(৪০), স্বামী : আগবার(৪৫)

পরিকল্পিত ভাবে সন্ধ্যা ৭ টায় পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে অহেদ আলীর বাসার সামনে বাদীপক্ষকে  র‍্যাকেট খেলতে দেখে অতপর গিয়ে তাদের উপরে আক্রমণ করে বসে। বাদীপক্ষ জীবন বাঁচার তাগিদে, অহেদ আলীর বাসায় আত্তগোপন করার জন্য যায় কিন্তু আসামি পক্ষ তাদের বাসার গেট ভাংচুর করে  বাসায় প্রবেশ করে তাদের উপরে হামলা করে বসে এতে বাসার অনেক ক্ষয় ক্ষতি হয় এবং বাদীপক্ষরা অনেকেই আহত হন পরে তাদের কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এই ঘটনায় যে সব বাদীপক্ষ হামলার শিকার হয়,
আসাদুল(২০), পিতা: দেলোয়ার হোসেন(৪০)
দেলোয়ার(৪০), পিতা,মনতাজ(৭৫)
মনতাজ(৭৫) পিতা মৃত্যু: আতাবুদ্দি

মারামারির এক পর্যায় এলাকা বাসি তাদের কে
বাচাতে যায় কিন্তু আসামি পক্ষ এলাকাবাসীর উপর  হামলা করে বসে এতে করে এলাকাবাসী
রিশাদ(২২),পিতা: অহেদ আলী(৪৫)
আহাদ(১৮),পিতা,অহেদ আলী(৪৫)
জহুরুল(৪৫),পিতা: আব্দুর রশিদ(৮০)
আব্দুর রশিদ(৮০), মৃত্যু: টুনিয়া শেখ
আলমিনা(৩৫) স্বামী : মমছার আলী(৪০)
এরা হামকার শিকার হন।
এলাকা বাসি সুত্রে জানাযায় তাদের পূর্বের জমির সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৭ টায়  আসামি পক্ষ পরিকল্পনা করে ভাদীপক্ষের উপরে ঝাপিয়ে পরে এতে করে ২ পক্ষেই আহত হন এদের  পাশাপাশি এলাকাবাসী ও আহত হয়।

রংপুর সদর কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ, বদরুজ্জামান বলেন থানায় এজাহার বা অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নিব।

error: Content is protected !!