শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

মানবতার জন্য কবি — এ এস এম সাদেকুল ইসলাম

দৈনিক দ্বীনের আলোঃ
২৮ জানুয়ারি, ২০২৪, ১:৩৩ পূর্বাহ্ণ | 75
মানবতার জন্য কবি — এ এস এম সাদেকুল ইসলাম
২৮ জানুয়ারি, ২০২৪, ১:৩৩ পূর্বাহ্ণ | 75

মানবতার জন্য কবি
— এ এস এম সাদেকুল ইসলাম

 

কবিদের কবিতা হোক
মানবতার জন্য,
যদি একটি কবিতাও কাজে লাগে
দেশ ও দশের তরে
তবুও কবি রা হবে ধন্য।

ছন্দ, ছড়া কাব্য ও কবিতা দিয়ে
কবি’গণ করে সংগ্রাম,
ক্লান্ত হয়েও তারা থেমে থাকে না
লিখে যায় অনন্ত – অবিরাম।।

নিন্দিত ও ঘাতক শ্রেনীরা
যদি করতে চায় বিভাজন,
শিল্প- সাহিত্য কাব্য ও কবিতা দিয়ে
মনের কুঠুরিতে করে নেয় আপন।।

সাম্য ও শান্তী প্রতিষ্ঠায় রয়েছে
কবি’দের অতুল, অসীম অবদান,
মাতৃ ভাষার মিত্র চয়নে
রেখেছে মায়ের ভাষার মান।

দুর্গ গীরি তিমির রাত্র আঁধার ঘন কালো ‘
দুর করে দেয় প্রদ্বীপ শিখায় –
শ্লোগান, কাব্য, গীতি- কবিতায়
গোত্র, গোষ্ঠী দেশ নয় শুধু
বিশ্ব ব্যপ্তি ছড়ায় আলো।

error: Content is protected !!