শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

রংপুরের পীরগাছায় ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

দৈনিক দ্বীনের আলোঃ
২৬ জানুয়ারি, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ণ | 66
রংপুরের পীরগাছায় ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন
২৬ জানুয়ারি, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ণ | 66

মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর প্রতিনিধি :

২৪ জানুয়ারি বিকেল চারটায় সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে, রংপুরের পীরগাছায় ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদের শুভ উদ্বোধন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি রংপুর, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মুসা নাসের চৌধুরী,
রংপুর থেকে উপপরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান,
পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোঃ সেলিমুর রহমান, এছাড়াও উপজেলার কৃষি চাষের আওতায় কৃষক- কৃষাণীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তব্যে অতিথিবৃন্দ কৃষকের রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমলয়ে চাষাবাদ করতে সকলকে আহবান জানান এবং এ পদ্ধতিতে কৃষি চাষের আওতায় কৃষকগণ বেশি লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এই পদ্ধতিতে সবধরনের সুযোগ সুবিধা পাবেন বলে আশ্বাস প্রধান করেন।

error: Content is protected !!