শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

মির্জাপুরের সুদর্শন  মহেড়া জমিদার বাড়ি

দৈনিক দ্বীনের আলোঃ
২৫ জানুয়ারি, ২০২৪, ১১:২০ অপরাহ্ণ | 42
মির্জাপুরের সুদর্শন  মহেড়া জমিদার বাড়ি
২৫ জানুয়ারি, ২০২৪, ১১:২০ অপরাহ্ণ | 42

 

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ

টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়ি  অবস্থিত সুন্দর মনোরম পরিবেশ যা সব সময়ই সুন্দর পরিবেশ নিয়ে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বেড়ানোর মত জায়গা এটি খোঁজ নিয়ে জানা যায়
১৮৯০ দশকের পূর্বে জমিদার বাড়ীটির পত্তন ঘটে। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন মহেড়া গ্রামে। মহেড়া গ্রামে তারা ১ হাজার ১৭৪ শতাংশ জমির ওপর এ সুবিশাল বাড়িটি নির্মাণ করেন। বাড়ি নির্মাণ করার পর তারা মহেড়া গ্রামের গরির মানুষের কাছে টাকা দাদন খাটাতে থাকেন এবং এলাকার প্রভুত উন্নতি করেন। পরে ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা করটিয়ার ২৪ পরগনার জমিদারদের কাছে থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে কিনে নেয়। শুরু হয় জমিদারি। মহেড়া জমিদার বাড়িটি বর্তমানে পুলিশ ট্রেডিং পি টি সি নামে পরিচিত  মহেড়া জমিদারটি পরিবার নিজের বাচ্চাদের  নিয়ে ঘুরে আসতে পারেন   মহেড়া জমিদারবাড়ী মির্জাপুর  টাংগাইল

error: Content is protected !!