শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

দৈনিক দ্বীনের আলোঃ
১৯ জানুয়ারি, ২০২৪, ১২:২২ পূর্বাহ্ণ | 32
কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত
১৯ জানুয়ারি, ২০২৪, ১২:২২ পূর্বাহ্ণ | 32

 

মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ

 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতি (১৮জানুয়ারি) রাজারহাট রতিগ্রাম বি.এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম, রতিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, রতিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাতেন, ইউপি সদস্য শেফারুল ইসলাম সহ আরো অনেকে।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ।

বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে হলে এডিস মশার বিস্তার রোধে কিছু সহজ নিয়ম কানুন মেনে সকলকে সচেতন করি পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে অত্র ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা ।

error: Content is protected !!