শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

আদিতমারীতে নদী ভাঙ্গেনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য বিতরণ

দৈনিক দ্বীনের আলোঃ
১৭ জানুয়ারি, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ণ | 80
আদিতমারীতে নদী ভাঙ্গেনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও খাদ্য বিতরণ
১৭ জানুয়ারি, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ণ | 80

 

মোঃ ইব্রাহিম সরকার স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থা ও এাণ মন্ত্রণালয় থেকে নগদ অর্থ ও খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)নূর-ই- আলম সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর ইসলাম এবং মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী মহিষখোচা ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা নগদ অর্থ ও ৩০ কেজি চাল এবং ১ প্যাকেট শুকনা খাবার ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, নদী ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা ও শুকনা খাবার দেওয়া হয়েছে।

error: Content is protected !!