শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

গাজা ‘বসবাসের অযোগ্য’: জাতিসংঘ

দৈনিক দ্বীনের আলোঃ
৭ জানুয়ারি, ২০২৪, ১:০৩ পূর্বাহ্ণ | 72
গাজা ‘বসবাসের অযোগ্য’: জাতিসংঘ
৭ জানুয়ারি, ২০২৪, ১:০৩ পূর্বাহ্ণ | 72

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস শুক্রবার বলেছেন, ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে।
গ্রিফিথস এক বিবৃতিতে বলেছেন, ‘৭ অক্টোবরের পর থেকে তিন মাসে ভয়াবহ হামলায় গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।’
গ্রিফিথস বলেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর জনগণ তাদের অস্তিত্বের জন্য প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে এবং বিশ্ব তা তাকিয়ে দেখছে।’
‘মানবিক সহায়তাকারী গ্রুপগুলোর কাছে দুই মিলিয়নেরও বেশি লোককে সহযোগিতা দেয়া অসম্ভব হয়ে পড়ায় তারা মিশন ছেড়ে যাচ্ছে।’
এএফপি’র সংবাদদাতারা শুক্রবার জানিয়েছেন, গাজা উত্যাকার বেশিরভাগ অংশ ইতোমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং রাফাহ এবং মধ্য গাজার কিছু অংশে রাতভর বিমান হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ‘১শ’টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’ যার মধ্যে রয়েছে সামরিক অবস্থান, রকেট উৎক্ষেপণ স্থান এবং অস্ত্রের ডিপো।

error: Content is protected !!