শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

আগুন যেভাবে ছড়িয়ে পড়ে ট্রেনের পুরো বগিতে

দৈনিক দ্বীনের আলোঃ
৬ জানুয়ারি, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ | 90
আগুন যেভাবে ছড়িয়ে পড়ে ট্রেনের পুরো বগিতে
৬ জানুয়ারি, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ | 90

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটে প্রথমে আগুন লাগে। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন যাত্রীরা। পরে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা প্রত্যক্ষদর্শীদের সহায়তায় নিচে নেমে আসেন। তবে এ সময় অনেক যাত্রী ভেতর থেকে বের হতে পারেননি বলে শঙ্কা রয়েছে। বের হতে না পারাদের মধ্যে একজনকে বগিতে আগুনে দগ্ধ হতে দেখা যায়। এছাড়াও ট্রেনের জানালা দিয়ে অগ্নিদগ্ধ একজনকে বের করার চেষ্টা করে; তবে বের করা সম্ভব হয়নি। ভেতরে কত লোক আছে তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সংবাদমাধ্যমকে বলেন, ট্রেনে আগুনের ঘটনায় ৭টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভেতরে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে আমাদের কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য নেই আমাদের কাছে।