বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

শাহরুখের ডাঙ্কি’র বিজয়রথ

দৈনিক দ্বীনের আলোঃ
৩ জানুয়ারি, ২০২৪, ১:১২ পূর্বাহ্ণ | 43
শাহরুখের ডাঙ্কি’র বিজয়রথ
৩ জানুয়ারি, ২০২৪, ১:১২ পূর্বাহ্ণ | 43

‘পাঠান’, ‘জওয়ান’ এর মতো বক্স অফিসে ‘ডাঙ্কি’ বিজয়রথ ছোটাতে না পারলেও বড়দিনের সপ্তাহান্তে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। তবে আবারও ব্যবসার গতি স্লথ হয়েছিল! কিন্তু পুরাতন বছরের শেষ দিনেই যেন ডাঙ্কির শাপমোচন ঘটল! দুর্দান্ত ব্যবসা দিয়ে ছবিটি পা রাখলো নতুন বছরে।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ৩১ ডিসেম্বর, রবিবার, ‘ডাঙ্কি’ রিলিজের দ্বিতীয় সপ্তাহে এমন রেজাল্ট আশানুরূপ। ছুটির দিনে স্বাভাবিকভাবেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়ে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর এক্স হ্যান্ডেলেই রিপোর্ট পাওয়া গেল যে, গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩৬১.৩০ কোটি টাকার ব্যবসা করেছে কিং খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিটি।
রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির ম্যাজিক দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ ঝড়ের কাছে ব্যবসায় পিছিয়ে পড়েছে। তবে এই নিয়ে কিন্তু কোনও মাথাব্যথা নেই পরিচালক কিংবা অভিনেতা কারোরই। এই প্রসঙ্গে নির্মাতা হিরানি ইতিপূর্বে বলেছেন, শাহরুখ খুবই সাহসী অভিনেতা। শাহরুখ জানে, কোন ছবি দর্শকরা দেখবে, কোনটা দেখবে না। নিজের বক্স অফিসের রেকর্ড নিয়ে যথেষ্ট ওয়াকিবহল শাহরুখ। তবে শাহরুখ সব সময় ব্যবসার কথা ভেবে ছবি করেন না। বরং ‘ডাঙ্কি’ করেছেন সমাজের প্রতি তার দায়িত্ববোধ থেকে। মানুষ যে এই ছবিকে পছন্দ করছেন এবং শাহরুখকে পছন্দ করেছেন, তার জন্য ধন্যবাদ।
উল্লেখ্য, ‘ডাঙ্কি’ ষোলো কলা পূর্ণ করতে না পারলেও ২০২৩ সালে সব মিলিয়ে ২৫০০ কোটি টাকা আয় করে শাহরুখ অভিনীত তিনটি ছবি।

error: Content is protected !!