শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ আমিনুর রহমান দুলাল, (নীলফামারী) প্রতিনিধিঃ

ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালন

মোঃ আমিনুর রহমান দুলাল, (নীলফামারী) প্রতিনিধিঃ
২ জানুয়ারি, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ | 68
ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালন
২ জানুয়ারি, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ | 68

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা, ঋন বিতরণ, ভিক্ষুক পূণর্বাসন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০২-জানুয়ারী) সকাল ১১টায় ”সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার প্রমুখ।

আলোচনা শেষে সমাজ সেবা দিবস উপলক্ষে উপজেলার ১ জন ঋণ গৃহীতাকে সুদ মুক্ত ৩০ হাজার টাকা ঋণ ও আরও একজনকে ভিক্ষুক পূণর্বাসন কার্যক্রম কর্মসুচির আওতায় ৪০ হাজার টাকা ব্যায়ে মালামাল সহ দোকান দেওয়া হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি জানান, ডিমলা উপজেলায় দশটি ইউনিয়নের প্রায় শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছে।

error: Content is protected !!