বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

কুমিল্লা জেলা প্রতিনিধি

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ আলোর ব্যবস্থাপক সম্পাদিকা ফরিদা আক্তার

দৈনিক দ্বীনের আলোঃ কুমিল্লা জেলা প্রতিনিধি
১ জানুয়ারি, ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ | 38
দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ আলোর ব্যবস্থাপক সম্পাদিকা ফরিদা আক্তার
১ জানুয়ারি, ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ | 38

২০২৩ শেষে উদিত হলো নতুন সূর্য। এলো আরেকটি বছর। ২০২৪ সাল। পুরাতনকে পাল্টে জায়গা করে নিলো নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেগেছে সেই দোলা। নতুন বছরকে ঘিরে নেটিজেনরা লিখছে তাদের নতুন চিন্তা-ভাবনার কথা। স্বাগত জানাচ্ছে ইংরেজি নববর্ষকে। একে অপরকে পাঠাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা । দৈনিক বাংলাদেশ আলোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লুৎফুর রহমান রাকিব।
দৈনিক বাংলাদেশ আলোর ব্যবস্থাপক সম্পাদিকা ফরিদা আক্তার, তার ফেইসবুকে লিখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা। চলে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া না, বছর শেষে এই উপলদ্ধি আমার মনে। আর একটি নতুন বছর শুরু হলো জীবনের, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, কি পেয়েছি কি হারিয়েছি হিসেব করাটা অমূলক কেবল বলবো আসে দিন ভালো। বছর জুড়ে নানান ঘটন অঘটন দিয়েই পার করতে হয় এইটা জীবন। তবুও নতুন আশা নিয়ে নতুন ভাবনা নিয়ে মানুষ বেঁচে থাকে এগিয়ে চলে সামনের পথ, আমিও চলবো সেই আলোরবিন্দুকে টার্গেট করে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিগত বছরের ভুলগুলো সংশোধন করে পরিবার নিয়ে ভালো থাকবেন এই প্রত্যাশা, ২০২৪ সাল সবার জীবন ভালো কাটুক।’

‘স্বাগত ২০২৪। নতুন বছর, নতুন স্বপ্ন। চাই পরিপূর্ণ গণতন্ত্র। সুস্থ রাজনীতি।’ – নতুন বছরে ব্যবস্থাপক সম্পাদিকা ফরিদা আক্তার চাওয়া।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্যবস্থাপক সম্পাদিকা ফরিদা আক্তার ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সুন্দর একটা বছর এবং সুন্দর হোক প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত। হ্যাপি নিউ ইয়ার ২০২৪।’

‘নতুন বছরের পদধ্বনি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্য। শুভ ইংরেজি নববর্ষ।’ – লিখেছেন এই সম্পাদিকা

ব্যবস্থাপক সম্পাদিকা ফরিদা আক্তার দৈনিক বাংলাদেশ আলোর। ‘শত ব্যর্থতায় বছর শেষ হলেও আগামী বছর মনের মত করে প্রত্যাশা, প্রাপ্তির হিসেব মিলিয়ে ভালো কাটুক সকলের! হ্যাপি নিউ ইয়ার!’

error: Content is protected !!