সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

দর্শনায় বিষপানের তিন দিনের মাথায় মৃত্যু

দৈনিক দ্বীনের আলোঃ মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ | 44
দর্শনায় বিষপানের তিন দিনের মাথায় মৃত্যু
৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ | 44

দর্শনার তিতুদহে কিশোরী মেয়েকে মোবাইল কিনে না দেওয়ায় বিষপানের তিন দিনের মাথায় চিকিৎসা শেষে বাড়িতে মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের ৬৩ নম্বর আড়িয়া গ্রামের দীনু বন্ধু সাধু খাঁ’র মেয়ে ঐশী সাধু খাঁ (১৩) মারা গেছে।শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।কিন্তু বাড়ির লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে না নিয়ে নিজ বাড়িতে ফেরত নিয়ে আসলে তার মৃত্যু হয়। ঐশীর মা জানায়, তার বাবা কযেকদিন আগে বড় মেয়েকে মোবাইল কিনে দিয়েছে। সেই থেকে ছোট মেয়ে ঐশী মোবাইল নেওয়ার বায়না ধরে। কিন্তু তার বয়স অল্প হওয়ায় বাবা তাকে কিনে না দেওয়ায় অভিমানে ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ির সকলের অজান্তে ঘাসমারা বিষপান করে। বিষপানের পর সে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করেছিল। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিশোরীর মা-বাবা আবেদন করার কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।