শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

মধ্যপ্রাচ্যে অ্যাওয়ার্ড পেলেন তামান্না

দৈনিক দ্বীনের আলোঃ
২৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৩ পূর্বাহ্ণ | 49
মধ্যপ্রাচ্যে অ্যাওয়ার্ড পেলেন তামান্না
২৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৫৩ পূর্বাহ্ণ | 49

দেশীয় সঙ্গীতাঙ্গনের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা তামান্না হক। একাধারে স্টেজ শো, চলচ্চিত্রের প্লেব্যাক, টেলিভিশন শো – সব মাধ্যমেই কন্ঠের জাদুতে মুগ্ধ করছেন সুন্দরী – সুরেলা এই গায়িকা। দেশ – বিদেশের মঞ্চ মাতানো গায়িকা তামান্না পুরাতন বছরটা শেষ করছেন ভারতের আসাম রাজ্যে স্টেজ শো’র মাধ্যমে। সেখানে তিনি গেছেন ২৩ ডিসেম্বর। আসামের করিমগঞ্জে বিদ্যানগর উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ ডিসেম্বর সঙ্গীত পরিবেশন করেন। এর আগে তিনি গেলো ১৩ ডিসেম্বর মধ্যাপ্রাচ্যের দুবাইতে যান অ্যাওয়ার্ড গ্রহণ এবং সঙ্গীত পরিবেশন করতে। এসব নিয়েই ভারতের আসাম থেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন তামান্না হক।
তামান্না জানান, বাংলাদেশের মহান বিজয় উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক আয়োজিত বই মেলায় তিনি বাংলাদেশের আমন্ত্রিত জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে সম্মানিত হন। ১৫ ১৬ ও ১৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রবাসে তাকে সম্মানিত করায় দুবাইতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর জেনারেল বিএম জামাল হোসাইনকে ধন্যবাদ জানিয়েছেন। দুবাই ছাড়াও তামান্না বিদেশের মাটিতে পুরস্কৃত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশে। দেশের মাটিতেও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন মঞ্চ মাতানো এই গায়িকা। দেশে পাওয়া তামান্না’র উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড হলো বারী সিদ্দিকী পরিষদ স্টার অ্যাওয়ার্ড, জাগ্রত স্টার অ্যাওয়ার্ড, সুপারস্টার ডিএ তায়েব ফ্যান ক্লাব স্টার অ্যাওয়ার্ড, এডি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড, আলোকিত জয়িতা ফাউন্ডেশন স্টার অ্যাওয়ার্ড, মেজাফ স্টার অ্যাওয়ার্ড, অগ্রণী বার্তা গোল্ডেন স্টার অ্যাওয়ার্ড, দিয়া মনি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড, কলের গান স্টার অ্যাওয়ার্ড। এসব অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তিনি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছেন বলে জানান।

error: Content is protected !!