বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

খালেদার কেবিনে প্রবেশের চেষ্টা : গ্রেফতারকৃত সুজন রিমান্ডে

দৈনিক দ্বীনের আলোঃ
২৫ ডিসেম্বর, ২০২৩, ৫:২৯ পূর্বাহ্ণ | 59
খালেদার কেবিনে প্রবেশের চেষ্টা : গ্রেফতারকৃত সুজন রিমান্ডে
২৫ ডিসেম্বর, ২০২৩, ৫:২৯ পূর্বাহ্ণ | 59

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার হওয়া সুজনকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আজ রোববার তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ফারাহ দিবা ছন্দা তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার রাজধানীর ভাটারায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে সুজন নামের এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে সে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

error: Content is protected !!