সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন : জায়েদ খান

দৈনিক দ্বীনের আলোঃ
২৩ ডিসেম্বর, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ | 67
সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন : জায়েদ খান
২৩ ডিসেম্বর, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ | 67

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবার নাচ-গান ও ডিগবাজি দিয়ে বরিশাল মাতালেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর অশ্বনী কুমার হলে ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হয়ে যান তিনি। যেখানে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা আঁচল, অভিনেত্রী আনিকা কবির শখ ও মৌসুমি হামিদ।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পরে নিজ কণ্ঠে গান ও নাচে দর্শকদের মাতিয়ে তোলেন জায়েদ খান। এ সময় ডিগবাজিও দিতে দেখা যায় এই নায়ককে। অনুষ্ঠানে জায়েদ খানকে প্রশ্ন করা হয়, ‘বরিশালের মেয়ে বিয়ে করবেন কিনা।’

জবাবে এই নায়ক বলেন, ‘বরিশালের মেয়েরা অনেক সুন্দরী। বিয়ে করলেই তো আমার স্ট্যান্ডার্ড পড়ে যাবে। কয়েকদিন পরেই করি। কারণ, ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই বিবাহিত, একমাত্র আমি ব্যাচেলর। আমি গর্ববোধ করি, সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন।’