বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন পুতিন ও মাদুরো

দৈনিক দ্বীনের আলোঃ
২৩ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ | 79
দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন পুতিন ও মাদুরো
২৩ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ | 79

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার ফোনালাকালে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। কারাকাসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই মেলিক-বাগদাসারভ এ কথা জানিয়েছেন। খবর তাস’র।
ফোনালাপকালে ‘পুতিন ও মাদুরো আন্তর্জাতিক অঙ্গনের দ্ব্পিাক্ষিক সমস্যা এবং সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আমাদের কৌশলগত অংশীদারিত্বের জন্য কেবল শক্তি, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে নয়, সংস্কৃতি এবং মানবিক ক্ষেত্রেও আরো সর্বাত্মক উন্নয়ন প্রয়োজন।’
রাশিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, ‘বর্তমানে এসব ক্ষেত্রে আমরা আমাদের ভেনিজুয়েলার বন্ধুদের সাথে সহযোগিতার ক্ষেত্রে সক্রিয়ভাবে এগিয়ে চলছি।