বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ক্ষোভ প্রকাশ প্রতিবেদকের মনগড়া বক্তব্যের নিউজে

দৈনিক দ্বীনের আলোঃ
২০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪১ পূর্বাহ্ণ | 15
ক্ষোভ প্রকাশ প্রতিবেদকের মনগড়া বক্তব্যের নিউজে
২০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪১ পূর্বাহ্ণ | 15

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি ;

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়িয়ে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় গত ১৬ সেপ্টেম্বর “মধ্যনগরে বিএনপি নেতার মামলা বাণিজ্য” শিরোনামে প্রতিবেদকের মনগড়া বক্তব্য দিয়ে  মিথ্যা নিউজ প্রকাশ করার অভিযোগ উঠেছে ।প্রতিবেদনটিতে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর বিজয় তালুকদার, উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ও বিএনপি নেতা মোশাহিদ তালুকদারের নাম ব্যবহার করে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ বক্তব্য ছাপিয়েছেন।তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে মধ্যনগর উপজেলা বিএনপিতে কোন্দল সৃষ্টির জন্যেই বারবার এসকল মিথ্যা প্রতিবেদন প্রকাশ করছেন বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের।প্রতিবেদনটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ  বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ও বিএনপি নেতা মোশাহিদ তালুকদার।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ও বিএনপি নেতা মোশাহিদ তালুকদার জানান,’দৈনিক ভোরের কাগজ পত্রিকার মধ্যনগর প্রতিনিধি রাসেল আহম্মেদ একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।তিনি চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সমালোচনা সহ সরকার বিরুধী নানান কার্যক্রমে জড়িত থেকে ফেসবুকে নিয়মিত উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।এমনকি আওয়ামী সরকার পতনের আগের দিনও দাড়ালো অস্ত্র নিয়ে উপজেলা সদরে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের বিপক্ষে তার নেতৃত্বে মিছিল করা হয়।আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ না করেই পত্রিকায় আমাদের নাম ব্যবহার করাও তার দলীয় পলিসি।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুকে জড়িয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আওয়ামী এজান্ডা বাস্তবায়নের জন্যে এমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত নিউজ প্রকাশ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আওয়ামী লীগের সহসভাপতি প্রবীর বিজয় তালুকদার বলেন, “এই প্রতিবেদনের ব্যাপারে আমার সাথে কোন ধরনের যোগাযোগ হয়নি।”

মধ্যনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু বলেন,”মধ্যনগর থানায় বিএনপি কোন মামলাই করে নাই।মামলা বাণিজ্য কিভাবে হয়?আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যেই আওয়ামী লীগ নেতা রাসেল আহম্মেদ এসব চক্রান্ত করছেন।”

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.সজিব রহমান জানান,”মধ্যনগর থানায় বিএনপির দলীয় কোন মামলা এখনো হয়নি।”

অনুপ তালুকদার
মধ্যনগর, সুনামগঞ্জ
০১৭৮১১০১৯৬৫
১৯.০৯.২০২৪ ইং