শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

নওগাঁর দেয়ানপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী জাতিসত্তার বৃক্ষের ডালপূজাকে কেন্দ্র করে কারাম উৎসব অনুষ্ঠিত

দৈনিক দ্বীনের আলোঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ | 6
নওগাঁর দেয়ানপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী জাতিসত্তার বৃক্ষের ডালপূজাকে কেন্দ্র করে কারাম উৎসব অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ | 6

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁয় ক্ষুদ্র জাতিসত্তার কারাম বৃক্ষের (খিল কদম) ডালপূজাকে কেন্দ্র করে কারাম উৎসব হয়েছে। উৎসব উপলক্ষে আজ বুধবার বিকেলে মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাবেশ ও সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্ষুদ্র জাতিসত্তার তরুণ-তরুণীরা রঙিন সাজে সজ্জিত হয়ে বাদ্যের তালে নেচেগেয়ে উদ্‌যাপন করেন কারাম উৎসব। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর সোশ্যাল চেঞ্জ (আইএসসি) ও প্রথম আলোর সহযোগিতায় কারাম পূজাকে ঘিরে মহাদেবপুরের দেওয়ানপুরে সাংস্কৃতিক মিলনমেলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাবেশের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ। অনুষ্ঠানে ক্ষুদ্র জাতিসত্তার তরুণ-তরুণীদের নাচ ও গান উপভোগ করেন হাজারো মানুষ। মিলনমেলায় পরিণত হয় দেওয়ানপুর স্কুল মাঠ।সমতলের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান উৎসব কারাম। ভাদ্র মাসের পূর্ণিমায় এ উৎসবের আয়োজন করে তারা। ক্ষুদ্র জাতিসত্তার–অধ্যুষিত গ্রামে গ্রামে কারাম বৃক্ষের ডালপূজাকে কেন্দ্র করে এ উৎসবের আয়োজন করা হয়। তাদের বিশ্বাস, এটি অভাবমুক্তি ও সৌভাগ্য লাভের উৎসব। ধর্মীয় বিভিন্ন আচার- অনুষ্ঠান পালনের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে মনের কামনা-বাসনা পূরণের লক্ষ্যে প্রার্থনা করে থাকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। এ ছাড়া নিজেদের ভাষা ও সংস্কৃতি আন্দোলনের অংশ হিসেবে ১৯৯৬ সাল থেকে জাতীয় আদিবাসী পরিষদ এ পূজাকে ঘিরে নওগাঁসহ সমতলের বিভিন্ন অঞ্চলেসাংস্কৃতিক অনুষ্ঠান ও আদিবাসী সম্মেলনের আয়োজন করে আসছে। এ বছর মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৯তম কারাম উৎসবের আয়োজন করে। দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর বগাপাড়া, বাঁশপাড়া, পাহানপাড়া, কারামগোছা ও গোবরাপাড়া এবং এর আশপাশের গ্রামে ক্ষুদ্র জাতিসত্তার নর-নারীরা বিভিন্ন ধর্মীয় আচার–অনুষ্ঠান পালন করেন। মঙ্গলবার দিনভর উপোস ছিলেন তাঁরা। সন্ধ্যার আগে কারাম বা খিল কদমের ডাল কেটে এনে পূজার বেদিতে বসানোর কাজটি করেন যুবকেরা। আর সন্ধ্যার পর কারামগাছের ডাল বেদিতেবসানোর পর শুরু হয় পূজা। এরপর রাতভর মূল আচার–অনুষ্ঠানে অংশ নেন নারীরা। তাঁরা দিয়াবাতি, জাওয়া ডালি (অঙ্কুরোদগম শস্যবীজের ডালি), লাল মোরগ, ফলমূলের ডালা বা থালা সৃষ্টিকর্তার উদ্দেশে পূজার বেদিতে উৎসর্গ করেন। সেখানে পূজা পর্ব পরিচালনা করেন পুরোহিত মতিলাল পাহান।
নওগাঁ #

error: Content is protected !!