সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা মিডিয়া সেল গঠন

দৈনিক দ্বীনের আলোঃ বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
২২ ডিসেম্বর, ২০২৩, ৫:১৬ অপরাহ্ণ | 78
বটিয়াঘাটা মিডিয়া সেল গঠন
২২ ডিসেম্বর, ২০২৩, ৫:১৬ অপরাহ্ণ | 78

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা ১ আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সমন্বয় ৩১ সদস্য বিশিষ্ট “বটিয়াঘাটা উপজেলা ” মিডিয়া সেল কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে বালিয়াডাঙ্গা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ইমরান হোসেন সুমনকে – আহ্বায়ক ও সুরখালী সদর আ’লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন’কে সদস্য পদে করা হয়। কমিটির যুম্ন আহবায়ক যথাক্রমে রতন কুমার সাহা,বিপ্রদাশ রায়,
আছা দুজ্জামান উজ্জ্বল,
পরিতোষ রায়,সোহরাব হোসেন মুন্সি কাজি আতিক।
নির্বাহী সদস্যবৃন্দ হলেন অমলেন্দু বিশ্বাস,এস এম এ ভুট্টো,এ্যাডঃ সোহেল রানা,
মোঃ রেজাউল করিম,অজিত কুমার রায়,মোঃ তরিকুল ইসলাম,মোঃ কামরুল ইসলাম
,মোঃ ইমরান হোসেন,এস এম বজলুর রহমান,অরুপ জদ্দার
,মোঃ বাকের হোসেন,মোঃ কামাল হোসেন বি এম হানিফ
,মোঃ আক্তারুল ইসলাম, ইয়াছিন রেজা,আবুহেনা মুস্তফা মাসুম,মোঃ মামুন শেখ,নিত্যানন্দ মহালদার,
রুবেল গোলদার,সৌরভ বাছাড় প্রমুখ। বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি মোঃ কবির আহমেদ খান ও সাবেক সভাপতি অধ্যাঃ এনায়েত আলী বিশ্বাসকে উপদেষ্টা হিসেবে রাখা হয়।