বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ১৩ ই জুলাই নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা

দৈনিক দ্বীনের আলোঃ
১১ জুলাই, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ | 40
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ১৩ ই জুলাই নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা
১১ জুলাই, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ | 40

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি বিগত ২৩ জুন প্রেসক্লাবের সাধারন নির্বাচনের তপশীল ঘোষণা করেন।
ঘোষিত তপশীল মোতাবেক ২৪ জুন ভোটার তালিকা প্রকাশ করা হয়।

তপশিল মোতাবেক নির্বাচনের ভোটার তালিকা ও নির্বাচনী তপশীল চ্যালেঞ্জ করে বিজ্ঞ দেওয়ানী আদালতে প্রেসক্লাবের সাবেক ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে গত ৩০ জুন সহকারী জজ আদালত শ্যামনগর,সাতক্ষীরায় দেওয়ানী ১৬৪/২৪ নং মামলা দায়ের করেন। অপরদিকে প্রেসক্লাবটির সদস্য আনিছুর রহমান বাদী হয়ে ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দেওয়ানী গত ১ লা জুলাই দেওয়ানী ১৬৯/২৪ নং মামলা দায়ের করেন।
মামলা ২টিত আদালত প্রাথমিক শুনানী নিয়ে নির্বাচনের উপরে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানতে চেয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে ৫ দিনের শো-কজ করে।
গত মঙ্গলবার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি শোকজের জবাব দিলে দোতরফা শুনানীয়ান্তে আগামী ১৩ জুলাই প্রেসক্লাবটির সাধারন নির্বাচনের উপর নিষেধাজ্ঞা জারী করেন।
উল্লেখ্য মামলার বাদী হুমায়ুন কবির শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ২০১২ সালের কমিটির ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।

তার দাবী তিনি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বৈধ সদস্য অথচ ভোটার তালিকায় তার নাম নেই।

অপরদিকে ১৬৯/২৪ নং মামলার বাদী আনিছুর রহমানের দাবী প্রেসক্লাবের গঠনতন্ত্র লংঘন করে সহযোগী সদস্যদের ভোটার তালিকায় নাম অন্তভুক্ত করে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি করার কোন সুযোগ নেই বরং নির্বাচন কমিশন গঠন করতে হবে কিন্তু গঠনতন্ত্রকে সম্পূর্ন লংঘন করা হয়েছে বলে তিনি দাবী করেন।

ঘটনার বিষয়ে প্রেসক্লাবটির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আদালতের আদেশের বিষয়ে তিনি শুনেছেন তবে তার উকিল তাকে কিছু বলেন নি।
তবে আদালতের আদেশ যদি তিনি পান তাহলে তিনি নির্বাচন বন্ধ করে দেবেন।মামলার বাদী হুমায়ুন কবিরের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ শহিদুজ্জামান এবং অপরদিকে বাদী আনিছুর রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোটের এ্যাডঃ মোখলেছুর রহমান।