সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

৭১ টিভি সাংবাদিক উপর হামলা

মোঃ লুৎফুর রহমান রাকিব কুমিল্লা
২১ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৯ পূর্বাহ্ণ | 222
৭১ টিভি সাংবাদিক উপর হামলা
২১ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৯ পূর্বাহ্ণ | 222

কু‌মিল্লা স্টে‌ডিয়াম মা‌র্কেট এলাকায় নির্বাচনী সভার লাইভ এর আগ মুহু‌র্তে একাত্তর টে‌লি‌ভিশ‌নের নিজস্ব প্রতি‌বেদক কাজী এনামুল হক কে লাঞ্ছিত করা হয় এবং তার ক‌্যামারাপার্সন সাইদুর রহমানের ওপর হামলা করার অভিযোগ আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতা কর্মীদের বিরুদ্ধে। ঐ ঘটনায় একাত্তর টে‌লি‌ভিশ‌নের লাইভ ডিভার্স ও লাই‌ভের মোবাইল ছি‌নি‌য়ে নেন তারা।
এই হামলার ঘটনায় “জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এমন ঘটনা যেন পুনরায় আর না ঘটে এবং সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে যথাযথ ব্যবস্হা গ্রহনের জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।