বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন

দৈনিক দ্বীনের আলোঃ আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি
১৬ মে, ২০২৪, ২:২০ অপরাহ্ণ | 176
নওগাঁর আত্রাই উপজেলায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন
১৬ মে, ২০২৪, ২:২০ অপরাহ্ণ | 176

নওগাঁর আত্রাই উপজেলায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল।

উপজেলা পরিষদ নির্বাচন উন্মুক্ত করে দেওয়ায় নেই কোন দলীয় প্রভাব।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়ার পর পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখব পরিবেশ। চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের।

ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ১৩ দিন। তাই প্রচার-প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের।

প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ২৯ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন, নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ উপজেলায় আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ১ জন চেয়ারম্যান পদে নির্বাচনি মাঠে লড়ছেন।

তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আক্কাছ আলী, আজিজুর রহমান পলাশ, মমতাজ বেগম,

সনৎ কুমার প্রামাণিক, মো.মোহাতাব উদ্দিন, মো.আলমগীর হোসেন ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শেখ মো.একরামুল বারী।

চেয়ারম্যান পদে ৩/৪ জনের মধ্যেই ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিরামহীন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৩ জন প্রার্থী।

তারা হলেন- মো.হাফিজুল শেখ, মো.আফছার প্রামাণিক, আব্দুর রাজ্জাক মন্ডল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক

মোছা.মিতু বানু, মোছা.ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী, মোছা.শামছুন নাহার, রওশন আরা পারভীন।

উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯মে।