বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক, ১৪৩১
Live TV
সর্বশেষ

হবিগঞ্জ শহরে পুরাতন খোয়াই নদীর পাড় দখল করে ইট-বালুর ব্যবসা, জন দূর্ভোগ চরমে

দৈনিক দ্বীনের আলোঃ
২০ এপ্রিল, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ | 88
হবিগঞ্জ শহরে পুরাতন খোয়াই নদীর পাড় দখল করে ইট-বালুর ব্যবসা, জন দূর্ভোগ চরমে
২০ এপ্রিল, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ | 88

(মো ইপাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ)

হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া পুরাতন খেয়াই নদীর পাড় দখল করে দীর্ঘদিন যাবত ইট বালুর ব্যবসা চালিয়ে আসছে একটি অসাধু চক্র। জেলা সদর আধুনিক হাসপাতালের সামন থেকে স্টাফ কোয়ার্টার রাস্তার মুখ পর্যন্ত বেশ কয়েকটি স্পটে বালু ও ইট স্তুপ করে রাখার ফলে যানবাহন চলাচলে দেখা দিয়েছে চরম দূর্ভোগ। এছাড়াও ঘটছে দূর্ঘটনা। এমতাবস্থায় নদীর পাড় দখল মুক্ত করে যানচলাচলসহ জন দূর্ভোগ কমাতে হবিগঞ্জ পৌরসভাসহ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের সমান দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পাড় দখল করে ইট ও বালু স্তুপ করে রাখা হয়েছে। এছাড়াও সারিবদ্ধ করে রাখা হয়েছে এ্যাম্বুলেন্স। অনেক স্থানে আবার বেড়া দিয়ে রোপন করা হয়েছে নানা প্রজাতির গাছ। যে কারণে ওই সড়কটি দিয়ে টমটম অটোরিক্সাসহ যানবাহন চলাচলে বিঘিœত হচ্ছে। দূর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বেশ কিছুদিন আগেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থাপনা উচ্ছেদসহ বালু ইট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। দেয়া হচ্ছে কারাদন্ডও।
পথচারী আব্দুল মঈন জানান, পুরাতন খোয়াই নদীর পশ্চিম পাড়ে জেলা প্রশাসন ওয়াকওয়ে নির্মাণ করে দিলেও পুর্ব পাশটি দীর্ঘদিন যাবত বেদখল অবস্থায় রয়েছে। ইট বালুর ব্যবসা, সারিবদ্ধভাবে এ্যাম্বুলেন্স রাখা ও নদীর পাড় দখল করে গাছগাছালি রোপন করার ফলে সড়কটি দিয়ে চলাচলা করা এখন দায়। এ বিষয়ে প্রশাসনের নজর দেয়া জরুরি। আহমদ আলী নামে অপর আরেক পথচারী জানান, হাসপাতালের সামনে অবৈধভাবে নদীর পাড়ে ইট বালুর ব্যবসার কারণে ওই স্থানটিতে সবসময় যানজট লেগেই থাকে। যে কারণে আমাদের দূর্ভোগে পড়তে হয়। মামুন মিয়া জানান, জন দূর্ভোগ লাগবে জেলা প্রশাসন ও পৌরসভাবে ব্যবস্থা নিতে হবে।