শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

আপনি যা জানতে চেয়েছেন?

দৈনিক দ্বীনের আলোঃ
২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ | 57
আপনি যা জানতে চেয়েছেন?
২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ | 57

প্রশ্ন :কাওছার

আসসালামু আলাইকুম,
বিদেশ থেকে টাকা (রেমিটেন্স) ব্যাংকে আনলে সরকার শতকরা ২.৫০/৫ শতাংশ টাকা অতিরিক্ত প্রদান করে থাকে। এই অতিরিক্ত টাকা গ্রহণ করা জায়েজ কি-না।

যদি নাজায়েজ হয়, তাহলে সেই অর্থ কোন ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা মসজিদে দান করা যাবে কি-না।
উত্তর :ওয়ালাইকুম আসসালাম
রেমিটেন্স এর উপর সরকার যে প্রণোদনা পুরস্কার দেয় তা বৈধ।

আল্লাহই ভাল জানেন।
জাযাকাল্লাহ খায়ের।
প্রশ্ন :জাকির
কোরআন তেলাওত মুখস্থ করতে গিয়ে কখনো কখনো আয়াত ছুটে যায় এতে কি কোন গুনাহ হবে?
বিশেষ করে পথে প্রান্তরে চলতে চলকে তেলাওত কালে?না এতে গুনাহ হবে না। তবে কুরআনের মর্যাদা অক্ষুন্ন রেখে তেলাওয়াত করা চাই।
আল্লাহই ভাল জানেন।
জাযাকাল্লাহ খায়ের।
উত্তর :না এতে গুনাহ হবে না। তবে কুরআনের মর্যাদা অক্ষুন্ন রেখে তেলাওয়াত করা চাই।
আল্লাহই ভাল জানেন।
জাযাকাল্লাহ খায়ের।
প্রশ্ন :নাহিদ আসসালামু আলাইকুম।

আমার ওয়াইফের ফুল খুব পছন্দ। খাবার না দিয়ে ফুল দিলে বেশি খুশি হয়। কিন্তু ২ দিন আগে ফুল নিয়ে একটু ঝামেলা হয়৷ ৪০৳ দিয়ে একটা গোলাপ কিনে আনি। সে বললো ২০ টাকার ফুল ৪০ টাকা দিয়ে আনছো। “বলদ” হলে যা হয়। তার মুখে বলদ শব্দ টা শুনে মাথা গরম হয়ে যায়, আর আমি বললাম – ” আমি তওবা করলাম, আমি যদি এই বাসায় আর কোনদিন ফুল আনি।”

তার অন্য কোন চাহিদা নেই তেমন। আমি চাই তাকে বারংবার ফুল দিতে। আমি যদি ফুল দিতে চাই, তাহলে আমাকে কি কাফফারা আদায় করতে হবে? বা আমার করণীয় কী?
উত্তর :না, আপনার কোন কাফফারা আদায় করতে হবে না।
আল্লাহই ভাল জানেন।
জাযাকাল্লাহ খায়ের।
প্রশ্ন :আচ্ছালামু আলাইকুম,
ছুওয়াল:
স্বামী মারা যাওয়ার পর নাকে নাকফুল না দেওয়ার বিধান দালীলিক (ফিকহী) জবাব চাই!
উত্তর :স্বামীর মৃত্যুর পর ইদ্দত অবস্থায় সর্বপ্রকার অলংকার ব্যবহার করা নাজায়েয। সুতরাং নাকফুল ব্যবহার করাও জায়েয নয়। তাই এ সময় নাকফুলও খুলে রাখতে হবে। অবশ্য ইদ্দত শেষ হয়ে গেলে সব ধরনের অলংকার পরতে পারবে।

-আলবাহরুর রায়েক ৩/১৫০; ফাতহুল কাদীর ৪/১৬১; ফাতাওয়া খানিয়া ১/৫৫৪; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৭২

আল্লাহই ভাল জানেন ‌।
জাযাকাল্লাহ খায়ের।

error: Content is protected !!