বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য মামুনুর রশিদের জানাযা ও দাফন সম্পন্ন

দৈনিক দ্বীনের আলোঃ
২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ | 38
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য মামুনুর রশিদের জানাযা ও দাফন সম্পন্ন
২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ | 38

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধি

চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি ২০২৪
সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য, হাটহাজারী উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মামুনুর রশিদ দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (২২ ফেব্রুয়ারি ২০২৪) বৃহস্পতিবার বাদে এশা আগ্রাবাদ বেপারীপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাযায় ইমামতি করেন অধ্যাপক আ ফ ম খালেদ হোসাইন।

মরহুমের জানাযা পূর্ব সমাবেশে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মোঃ মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ নুর হোসাইন সহ শিক্ষাবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক মামুনুর রশিদ আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি২০২৪ ) দুপুর ১২টায় ইন্তেকাল করেন ।

error: Content is protected !!