শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল

ফাইনালে মসদই মাঠকে রাজার মত সাজানো হবে বললেন মনিরুল ইসলাম কবির

দৈনিক দ্বীনের আলোঃ মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল
১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ | 63
ফাইনালে মসদই মাঠকে রাজার মত সাজানো হবে বললেন মনিরুল ইসলাম কবির
১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩৯ অপরাহ্ণ | 63

কালের গর্ভে হারিয়ে গেছে আরও একটি বছর। মুছে যাওয়া বছরটির পুরোটা সময়ই ব্যস্ত ছিল মসদইবাসী ক্রিকেট- ফুটবল -মাহফিল নিয়ে । এই বছর শুরুতেই দেশে বিপিএল ক্রিকেট খেলা শুরু হয়েছে সাথে টাংগাইল জেলা মির্জাপুরে মসদই গ্রামবাসী আয়োজন করেছে টেপটেনিস ক্রিকেটের রাজার আসর শহীদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন রাজার মত সাজতে যাচ্ছে আর এবার রাজার মত আয়োজন করা হবে বলে জানান শহীদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা মনিরুল ইসলাম কবির।এই বছরে ক্রিকেট নিয়ে সারা বাংলাদেশে ক্রিকেটপ্রেমীদের ওপর আলো পরবে চোখে পড়বে নানা সব স্মরণীয় মুহূর্ত। এর কিছু গৌরবের, কিছু হতাশার-বিতর্কের। আসুন আরেকবার ০২/০৩/২০২৪ রোজ শনিবার যাওয়া যাক সেই মসদই ক্রিকেট ফাইনাল গ্রাউন্ডে মূহূর্তের কাছে‼

error: Content is protected !!