শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

✍ আল ফারুক ইসলাম (দুখু মিয়া)

★ একবার ঘর ছাড়লে আর ঘরে ফেরা হয়না ★

✍ আল ফারুক ইসলাম (দুখু মিয়া)
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ | 193
★ একবার ঘর ছাড়লে আর ঘরে ফেরা হয়না ★
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ | 193

ঢাকা শহরে আমার কর্ম জীবনের ৯ বছর চলে যাচ্ছে , ব্যক্তিগত কোম্পানিতে চাকরি করায় ছুটি কম থাকাতে আর বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য বাড়িতে গিয়ে থাকার সুযোগ নেই। এভাবে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু আর ঘরে ফেরা হলো না।

কয়েক জন আপু ও বান্ধবীকে দেখেছি পড়া লেখার জন্য ঐযে ঘর ছাড়লো হোস্টেলে থাকাকালীন ই বিয়ে হয়ে গেছে। তাদের নিজের বাড়িতে নিজেই এখন আত্মীয় হয়ে গেছে। সত্যিই একবার ঘর ছাড়লে আর ঘরে ফেরা হয়না।

অনেক বড় ভাই ও কিছু বন্ধুকে দেখেছি ঐযে পড়া লেখার জন্য ঘর ছাড়লো হোস্টেলে থাকাকালীন পড়া লেখা শেষ করে চাকরিও হয়েছে বাহিরে, অনেক টাকা কামাচ্ছে কিন্তু রয়েছে দূরে। আর তাদের ঘরে ফেরা হয়নি। সত্যিই একবার ঘর ছাড়লে আর ঘরে ফেরা হয়না।

কে যে কবে ঘরে ফিরবে কে ফিরতে পারবে না সেটা আল্লাহ তায়ালা ই ভালো জানেন।

 

error: Content is protected !!