শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন শিক্ষামন্ত্রী

দৈনিক দ্বীনের আলোঃ
১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৩ পূর্বাহ্ণ | 41
দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন শিক্ষামন্ত্রী
১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৩ পূর্বাহ্ণ | 41

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। সোমবার (২৯ জানুয়ারি) ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগের কথা জানান তিনি।
প্রসঙ্গত, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতার মাত্র ২৫ শতাংশ দেয় সরকার। এই ভাতা বাড়াতে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে বেসরকারি শিক্ষক সংগঠনগুলো।
সোমবারের বৈঠকে বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘উৎসব ভাতা নিয়ে আমি নিজে থেকেই অর্থ মন্ত্রণালয়ে যাবো, যাতে তা নিশ্চিত করতে পারি। অর্থের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় সব সিদ্ধান্ত নেয়। সেখানে গেলে কতটুকু অর্থ লাগবে সে পরিমাণটুকু আমরা পাবো। তাই এখনই আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে পারছি না। এখনই যদি প্রতিশ্রুতি দেই, তাহলে সেটা হবে বিভ্রান্তি ও প্রতারণামূলক। আমি অঙ্গীকার করতে চাই—শিক্ষকদের এই বিষয়টা আমি সরকারের যথাযথ পর্যায়ে আলোচনা করবো।’

error: Content is protected !!