শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম

সাতকানিয়া বাজালিয়া ক্রেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি গঠিত

দৈনিক দ্বীনের আলোঃ নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম
৩১ জানুয়ারি, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ | 73
সাতকানিয়া বাজালিয়া ক্রেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি গঠিত
৩১ জানুয়ারি, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ | 73

উত্তর সাতকানিয়া বাজালীয়া( বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর ইউনিয়ন) গ্রাম ডাক্তার ও ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতি অস্হায়ী কার্যালয়ে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। কমিটির সকল সদস্য দায়িত্ব যথাযথ পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।কমিটির সদস্যরা হলেন সভাপতি —গ্রাম ডাক্তার শ্রী সুভাষ কান্তি দাশ (কল্পতরু ফার্মেসি) সহ- সভাপতি —গ্রাম ডাক্তার শ্রী কাজল কান্তি দাশ
সাধারন সম্মাদক —গ্রাম ডাক্তার জনাব মোরশেদ আলম যুগ্ম সাধারণ সম্মাদক— গ্রাম ডাক্তার শ্রী প্রবীর চক্রবত্তী অর্থ সম্মাদক —গ্রাম ডাক্তার জনাব আবুল মনছুর সিকদার সহ অর্থ সম্মাদক— গ্রাম ডাক্তার জনাব কামরুল ইসলাম
সাংগঠনিক সম্মাদক— গ্রাম ডাক্তার জনাব মিজানুর রহমান সহ সাংগঠনিক সম্মাদক— গ্রাম ডাক্তার বিকাশ দে প্রচার সম্মাদক— গ্রাম ডাক্তার রনতোষ মিত্র রনি দপ্তর সম্মাদক— আবদুল খালেক
নির্বাহী সদস্য গ্রাম ডাক্তার রাহুল দাশ, ডাঃ রকি দাশ,ডাঃ রুপাতন দাশ। উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ চিকিৎসক ডাঃ আব্দুল কাদের,ডাঃ ফোরকান সিদ্দিকী, ডাঃ ভোলা নাথ মজুমদার,ডাঃ রাম প্রসাদ শর্মা, ডাঃ বাদল কান্তি নাঘ প্রমুখ।

error: Content is protected !!