বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

নুরুল কবির সাকাতানিয়া চট্টগ্রাম

চট্রগ্ৰাম সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় ১মাটি ব্যবসায়ীর কারাদণ্ড

দৈনিক দ্বীনের আলোঃ নুরুল কবির সাকাতানিয়া চট্টগ্রাম
৩০ জানুয়ারি, ২০২৪, ৯:৩৫ পূর্বাহ্ণ | 68
চট্রগ্ৰাম সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় ১মাটি ব্যবসায়ীর কারাদণ্ড
৩০ জানুয়ারি, ২০২৪, ৯:৩৫ পূর্বাহ্ণ | 68

সাতকানিয়া উপজেলা এওচিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছনখোালা চুড়ামনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এস্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে কামরুল ইসলাম নামের এক মাটি ব্যবসায়ীকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিিদ্দকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন এওচিয়া ইউনিয়নের সাবেক চৌকিদার আলতাফ মিয়ার ছেলে এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের ছোট ভাই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকী বলেন,এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের বাড়ীর পার্শ্ববর্তী এলাকা থেকে এস্কেভেটর দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করছে এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সাথে জড়িত কামরুল কে গ্রেপ্তার কের ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।এসময় একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটরের চালক পালিয়ে যাওয়ায় এস্কেভেটরটি জব্বর করা সম্ভব হয়নি।

error: Content is protected !!