বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মাতারবাড়ী বন্দরের সুবিধা নিতে পারবে প্রতিবেশী দেশ

দৈনিক দ্বীনের আলোঃ
৩০ জানুয়ারি, ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ণ | 61
মাতারবাড়ী বন্দরের সুবিধা নিতে পারবে প্রতিবেশী দেশ
৩০ জানুয়ারি, ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ণ | 61

বঙ্গোপসাগর অঞ্চল ঘিরে নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার। সমুদ্র সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে পারলে দেশের অর্থনীতিই বদলে যাবে।
এছাড়া মাতারবাড়ী বন্দর চালু হলে শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক দেশগুলোও এর সুবিধা পাবে।
মাতারবাড়ী বন্দর অর্থনীতির গেম চেঞ্জার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী এলাকায় গভীর সমুদ্রবন্দর চ্যানেল ও টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছে।
আগামী ২০২৬ সালে এই বন্দর চালু হবে বলে আশা করা হচ্ছে।
এটাই হবে দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্রবন্দর। মাতারবাড়ী বন্দর চালু হলে এটা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার। মাতারবাড়ী টার্মিনাল চালু হলে ১৬ মিটারের বেশি গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। এখানে ০.৬ থেকে ১.১ মিলিয়ন টিইইউস (বিশ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার) হ্যান্ডেল করা সম্ভব হবে। এর ফলে মোংলা ও চট্টগ্রাম বন্দরে চাপ কমবে।
মাতারবাড়ী বন্দরের সুবিধা নিতে পারবে প্রতিবেশী দেশ, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হলে এর সুবিধা নিতে পারবে প্রতিবেশী দেশগুলোও। ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন এই বন্দর ব্যবহারের সুযোগ নিতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি এসব দেশও লাভবান হবে।

error: Content is protected !!