সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

ইয়াছিন আলী খান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সোনার বাংলা রেস্টুরেন্ট আবারো চালু হতে যাচ্ছে

ইয়াছিন আলী খান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
২৯ জানুয়ারি, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ | 96
সোনার বাংলা রেস্টুরেন্ট আবারো চালু হতে যাচ্ছে
২৯ জানুয়ারি, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ | 96

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে বৃহত্তর উত্তর সুরমার ঐতিহ্যবাহী সোনার বাংলা রেস্টুরেন্ট টি মেইন রোর্ডে অবস্থিত একটি উন্নত মানের খাবারের রেস্টুরেন্ট পরিচালনা থাকা অবস্থায় হঠাৎ কিছু দিন বন্দ ছিল পুনরায় আবারো চালু হতে যাচ্ছে।

সোমবার (২৯জানুয়ারি) সকালে উপজেলা বাংলাবাজার সোনার বাংলা রেস্টুরেন্টের প্রধান পরিচালক,মোঃ সিরাজুল ইসলাম বলেছেন, গুণগত মান ও স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা নিয়ে আপনাদের সোনার বাংলা রেস্টুরেন্ট টি আবারো আগামী মাসের ১তারিখ থেকে চালু করতে যাচ্ছি। দেশ বাসীর নিকট তিনি দোয়া সহযোগিতা ও ভালো বাসা কামনা করছেন।

এসময় প্রধান পরিচালক,মোঃ সিরাজুল ইসলাম বলেন,সকালের নাস্তা,নরমাল পরোটা,স্পেশাল পরোটা,নরমাল নান,তান্দুরী রুটি,স্পেশাল নান,ভাজি,মুগ ডাল,ডিম মামলেট,বাংলা সবজি,চিকেন সুপ,নেহারি,গরুর কলিজি,চিকেনভুনা খিচুড়ী,নরমাল চা,পার্সেল চা, কফি,শুটকি ভর্তা,মাছ ভর্তা,মাছের ডিম,বেগুন ভর্তা,ডাল ভর্তা,শুটকি ভুনা,শিম ভর্তা,টমেটো ভর্তা,আলু ভর্তা,ধনিয়া ভর্তা,ভেন্দি ভাজি,করলা ভাজি,আমের আচার,সাদা ভাত,ভাত+ডাল পার্সেল, পোলাও,পাতলা ডাল,লাল শাক,কচু শাক,পুই শাক,পালং শাক,মুরী গন্ট,পুটি ভাজা,লতা চিংড়ি,ছোট মাছ+ভাত+ডাল,ঘোলা টেংরা+ভাত+ডাল,রুই মাছ+ভাত+ডাল,বাইম মাছ+ভাত+ডাল,চিংড়ি মাছ+ভাত+ডাল,রুপছাঁদা মাছ+ভাত+ডাল,বোয়াল মাছ,ইলিশ মাছ,পাবদা মাছ,আইড় মাছ,চিতল মাছ,কুরাল মাছ,সোল মাছ,চিকেন বিরিয়ানী,কোয়েল বিরিয়ানী,বিফ বিরিয়ানী,কাচ্ছি বিরিয়ানী,টিক্কা বিরিয়ানী,চিকেন গ্রীল,শিক কাবাব,বটি কাবাব,চিকেন টিক্কা,চিকেন চাপ,বিপ চাপ,মটর হালিম,বিফ হালিম,চিকেন হালিম,বিফ ভুনা,বিফ সাতকড়া,কালো ভুনা,হাঁস+ভাত+ডাল,খাসিভুনা,ঝাল ফ্রাই,চিকেন রুষ্ট,চিকেন কড়াই,মটন কড়াই,বিফ কড়াই,সোনার বাংলা স্পেশাল ফিড়নী,সোনার বাংলা স্পেশাল দই,স্পেশাল পুডিং সহ আরো অনেকেই।