বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

ভোলা প্রতিনিধি

ভোলায় ৬ টি চোরাই গরুসহ আটক ১

দৈনিক দ্বীনের আলোঃ ভোলা প্রতিনিধি
২৯ জানুয়ারি, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ | 66
ভোলায় ৬ টি চোরাই গরুসহ আটক ১
২৯ জানুয়ারি, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ | 66

ভোলার লালমোহন উপজেলায় ৬ টি চোরাই গরুসহ মো. আমির হোসেন (৩৫) নামে এক চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী এলাকার সরকারি আবাসনের একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গরুসহ আটক করা হয়।
আটক আমির হোসেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, সোমবার ভোর রাতে গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চর কচুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে চরের সরকারি আবাসনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ৬ টি গরু পাওয়া যায়। পরে সেখান থেকে গরুগুলো উদ্ধারসহ চোর আমির হোসেনকে আটক করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহবুব উল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক আমির হোসেন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে এর আগেও চুরিসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে। নতুন করে আমির হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আগামীদিন মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

error: Content is protected !!