সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন, ১৪৩১
Live TV
সর্বশেষ

মোঃ সবুজ খান মির্জাপুর, টাঙ্গাইল

কেন ক্রিকেট খেলায়াড় হতে পারেনিঃ আল -আমিন মল্লিক নিশাদ

দৈনিক দ্বীনের আলোঃ মোঃ সবুজ খান মির্জাপুর, টাঙ্গাইল
২৮ জানুয়ারি, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ | 316
কেন ক্রিকেট খেলায়াড় হতে পারেনিঃ আল -আমিন মল্লিক নিশাদ
২৮ জানুয়ারি, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ | 316

আল আমিন মল্লিক নিশাদ একজন সফল ক্রীড়াপ্রেমিক মানুষ টাংগাইল জেলায় যেখানেই খেলাধুলা সেখানেই তিনি আল আমিন মল্লিক নিশাদ। গ্রামঃ-পড়াইখালী থানাঃ-দেলদুয়ার জেলাঃ-টাংগাইল নিশাদ ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিলেন। এক সময় টাংগাইলে ক্রিকেট প্যাক্টিসও করতেন। কিন্তু পড়ালেখার চাপে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানান। বর্তমানে সকলেই ফেসবুক আইডি ব্যবহার করায় তিনি একটি ফেসবুক পেইজ খুলে তার এ-ই ফেসবুক পেইজ নাম দেয় Physical fitness club এই নামে প্রথম টার্গেট নেয় মানুষ কে কি ভাবে ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে সারা দেশের মানুষের ফিট করানো যায় । এজন্য তিনি ফ্রি লাইভ এক্সারসাইজ ক্লাস করায় এছাড়া টাংগাইল জেলার সকল মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের আপডেট ও লাইভ দেখানোর চেষ্টা করে খেলার মাঠে আপাতত কাজ করে যাচ্ছে। তিনি বলেন সকলের সাপোর্ট পাইলে পুরো টাংগাইলের খেলাধুলাকে বিশ্বে উন্মোচন করে দেখানোর ইচ্ছে আছে Physical Fitness Club ই একমাত্র পেইজ থেকে। নিশাদ আরো বলেন তার পেইজে পুলিশ সেনাবাহিনীর নৌবাহিনী বিমানবাহিনী সহ সকল চাকুরির পরীক্ষার ফিটনেস টেস্টের জন্য ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নিশাদ আরো বলেন আমি প্রথম পথচলা পেইজ ৩ বছর পর নষ্ট হয়ে যায় আবার আগের নামে নতুন পেইজের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি অতি দুঃখের সাথে কান্না জড়িয়ে হয়ে কথা বলে তার আগের পেইজটা নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে পেইজে কাজ চলছে সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগের মত টাংগাইল জেলার সকল খেলাধুলা আবার সকলের মাঝে তুলে ধরতে পারি।