শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

দৈনিক দ্বীনের আলোঃ
২৮ জানুয়ারি, ২০২৪, ১:১১ অপরাহ্ণ | 70
১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
২৮ জানুয়ারি, ২০২৪, ১:১১ অপরাহ্ণ | 70

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
(২৭ জানুয়ারি) শনিবার বিকেলে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ কার্যক্রম এর আওতায় অভিযান পরিচালনা করা হয়।এসময় বেশ কয়েকজন কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ আহমেদ জানান, পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ কার্যক্রম এর আওতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকজন কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সেগুলো পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

error: Content is protected !!