শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
Live TV
সর্বশেষ

শাস্তি দেওয়া হয়েছে বাহাতি পেসার মারুফ মৃধাকে

দৈনিক দ্বীনের আলোঃ
২৬ জানুয়ারি, ২০২৪, ৫:২৮ পূর্বাহ্ণ | 59
শাস্তি দেওয়া হয়েছে বাহাতি পেসার মারুফ মৃধাকে
২৬ জানুয়ারি, ২০২৪, ৫:২৮ পূর্বাহ্ণ | 59

আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি দেওয়া হয়েছে বাংলাদেশী দলের বাহাতি পেসার মারুফ মৃধাকে। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন মারুফ। যার কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে।পাশাপাশি তাকে তিরস্কার করেছে আইসিসি।
ঘটনাটি ঘটেছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের ৪৪তম ওভারে। সেই ওভারে তিনি প্রতিপক্ষ ভারতের ব্যাটারকে আউট করার পর দু’বার অতি আক্রমণাত্মক মনোভাব দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার ইঙ্গিত করেন। তার এই কাজটি স্পষ্টভাবে আইসিসির প্লেয়িং কন্ডিশনের নীতির পরিপন্থী।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় পরিষ্কার ভাবে বলা হয়েছে, কোন ক্রিকেটার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে বা আক্রমণাত্মক ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক প্রতিক্রিয়া প্রদর্শন করা যাবে না। এই নিয়ম ভঙ্গ করায় ম্যাচ অফিসিয়ালরা মারুফের বিরুদ্ধে অভিযোগ আনেন।

error: Content is protected !!