বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র, ১৪৩১
Live TV
সর্বশেষ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা

পলাশবা‌ড়ি‌তে শিশুকানন প্রি-ক‌্যা‌ডেট এন্ড হাইস্কু‌লের নবীন বরণ অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
২৬ জানুয়ারি, ২০২৪, ৫:০২ পূর্বাহ্ণ | 53
পলাশবা‌ড়ি‌তে শিশুকানন প্রি-ক‌্যা‌ডেট এন্ড হাইস্কু‌লের নবীন বরণ অনুষ্ঠিত
২৬ জানুয়ারি, ২০২৪, ৫:০২ পূর্বাহ্ণ | 53

গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে শিশুকানন প্রি-ক‌্যা‌ডেট এন্ড হাইস্কু‌লের নবীন বরণ,কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা,বা‌র্ষিক ক্রিড়া প্রতি‌যো‌গিতা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন ২৫ জানুয়ারী বৃহষ্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শিশুকানন প্রি-ক‌্যা‌ডেট এন্ড হাইস্কু‌লের প্রতিষ্ঠাতা প‌রিচালক রুহুল আ‌মিন মন্ডল’র পরিচালনায় ও গাইবান্ধা জেলা আওয়াম‌ীলীগ সহ- সভাপ‌তি আবু বকর প্রধান এর সভাপতিত্বে গাইবান্ধা-৩ আস‌নের সংসদ সদস‌্য ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ‌্যাড. উ‌ম্মে কুলসুম স্মৃ‌তি এম‌পি প্রধান অতিথি’র বক্তব্যে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড,দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই।

এসময় উপ‌স্থিত ছি‌লেন,পলাশবা‌ড়ি পৌরসভার মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব,পলাশবাড়ী আদর্শ ডিগ্রী ক‌লে‌জের অধ‌্যক্ষ হাসান মাহমুদ তাপস, আওয়ামীলীগ নেতা শ‌হিদুল ইসলাম বাদশা, শ্রী নির্মল মিত্র,আজাদুল ইসলাম, মাহমুদুজ্জামান প্রান্ত,উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন সহ অত্র প্রতিষ্ঠা‌নের শিক্ষক- শিক্ষার্থী,অ‌ভিভাবক সহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষক রুহুল আমিন রিশাদ এর সঞ্চালনায় শে‌ষে এক ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

error: Content is protected !!